ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ | বেটা ভার্সন

চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনা পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে গতকাল মঙ্গলবার চীন জানিয়েছে, তারা ‘শেষ পর্যন্ত লড়বে’। এই উত্তেজনাপূর্ণ পাল্টাপাল্টি অবস্থান বিশ্ববাজারে আরও ধস নামিয়েছে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। গত সপ্তাহে ট্রাম্প বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে দেন নতুন শুল্ক ঘোষণার মধ্য দিয়ে। যদিও বাজারে বড় ধরনের দরপতনের পরও তিনি নিজের কড়া বাণিজ্যনীতি থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেননি। চীন, যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী, পাল্টা ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে বৃহস্পতিবার থেকে। এতে দুই পরাশক্তির মধ্যে সরাসরি বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে গেছে। ট্রাম্পের এই ঘোষণার পর, তিনি আবারও হুমকি দেন যে চীন যদি পিছু না হটে, তাহলে তিনি অতিরিক্ত শুল্ক আরোপ করবেন এবং সবমিলিয়ে চীনা পণ্যের উপর মোট শুল্ক হবে ১০৪ শতাংশ। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, ‘আমি চীনকে শ্রদ্ধা করি, কিন্তু তারা এটা করতে পারে না। আমাদের একবারই সুযোগ আছে... এটা করতে পারা আমার জন্য গর্বের।’ চীন কড়া প্রতিক্রিয়ায় জানায়, যুক্তরাষ্ট্র ‘ব্ল্যাকমেইল’ করছে এবং তারা কখনোই এ ধরনের আচরণ মেনে নেবে না। বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজের পথে হাঁটতেই থাকে, চীন শেষ পর্যন্ত লড়বে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত