ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাকিস্তানে ‘র’-এর এজেন্ট সন্দেহে গ্রেপ্তার ১০

পাকিস্তানে ‘র’-এর এজেন্ট সন্দেহে গ্রেপ্তার ১০

পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাব প্রদেশের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও করাচি পুলিশ। লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাব পুলিশের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অব অপারেশনস শাহজাদা সুলতান ও করাচি পুলিশের এসএসপি শোয়েব মেনন এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। সংবাদ সম্মেলনে শাহজাদা সুলতান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসলাম ও আকবর আলী নামের দুই ব্যক্তি বাহাওয়ালনগরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করার সময় হাতেনাতে ধরা পড়েন। আজম জাজি, মনজুর কারি ও আমজাদ নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় টোবা টেক সিং জেলা থেকে। এছাড়া জুলফিকার নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসী কার্যক্রমে’ আর্থিক সহযোগিতা করার অভিযোগ রয়েছে। তার ভাষ্যমতে, বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতরা ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং-এর সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

সংবাদ সম্মেলনে সিটিডি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা বাহাওয়ালপুরে একটি মসজিদ ও রেলস্টেশনে বোমা হামলার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য, ডিটোনেটর, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), সেফটি ফিউজ ও মানচিত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত ব্যক্তিরা হামলার নির্দেশনা পাওয়ার কথাও স্বীকার করেছেন বলে জানিয়েছেন তারা। তারা ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন বলেও জানান পুলিশের কর্মকর্তারা। তাদের সঙ্গে যোগাযোগকারী কর্মকর্তাদের মধ্যে ‘র’-এর মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিংয়ের নাম উল্লেখ করা হয়েছে। সিটিডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কথোপকথনের অডিও রেকর্ডিং থেকে নিশ্চিত হওয়া গেছে যে, তারা টার্গেট কিলিং ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানো ও তাতে সহায়তা দেওয়ার জন্য ভারতীয় সরকারের সংশ্লিষ্টতা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পাকিস্তান।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজি শাহজাদা সুলতান বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য ভারত পরিকল্পিতভাবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে। তবে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো এসব চক্রান্ত প্রতিহত করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না। এদিকে, করাচির এসএসপি শোয়েব মেমন বলেন, নিরাপত্তা সংস্থাগুলো এবং স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট (এসআইইউ) শহরে একটি বড় অভিযান চালিয়ে ভারতের গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে যুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এসএসপি মেমন বলেন, গ্রেপ্তারকৃত সন্দেহভাজনরা ভারতীয় গোয়েন্দা নেটওয়ার্কের জন্য কাজ করত এবং ভারতীয় সেনাবাহিনীর কর্নেল রঞ্জিতের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত বলে জানা গেছে। কর্তৃপক্ষ সন্দেহভাজনদের কাছ থেকে বিস্ফোরক, একটি গাড়ি এবং অস্ত্র উদ্ধার করেছে।

এসএসপি মেমন দাবি করেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সীমান্তের ওপারে তাদের হ্যান্ডলারদের কাছে সামরিক স্থাপনার সংবেদনশীল ছবি এবং জিওট্যাগ করা অবস্থান সরবরাহ করছিল। ‘চারজন সন্দেহভাজনই সুজাওয়াল জেলার বাসিন্দা এবং ২০ বারেরও বেশি সময় ধরে ভারতীয় সীমান্ত অতিক্রম করেছে,’ যোগ করেন তিনি। সন্দেহভাজনদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী এবং গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এসএসপি মেমন নিশ্চিত করেছেন, তাদের নেটওয়ার্ক এবং অতিরিক্ত সহযোগীদের খুঁজে বের করার জন্য আরও তদন্ত চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত