ভারতের ‘চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস)’ জেনারেল অনিল চৌহান জরুরিভিত্তিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘আজকের যুদ্ধটা আগামী দিনের প্রযুক্তি দিয়েই লড়তে হবে, সেকেলে ব্যবস্থায় নয়।’ গতকাল বুধবার দিল্লিতে ড্রোনবিষয়ক এক কর্মশালায় দেওয়া বক্তব্যে অনিল চৌহান এসব কথা বলেন। তিনি মনে করেন, ভারতের উচিত, কৌশলগত গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনায় বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমানো। চৌহান বলেন, ‘আমদানি করা প্রযুক্তির ওপর নির্ভরতা আমাদের প্রস্তুতিকে দুর্বল করে দেয়।’