ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

২০ লাখ লিটার তেলসহ ট্যাংকার জব্দ করল ইরান

২০ লাখ লিটার তেলসহ ট্যাংকার জব্দ করল ইরান

ওমান সাগরে একটি বিদেশি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান। জাহাজটি আনুমানিক ২০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করছিল।

হরমুজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমানি গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সামুদ্রিক সীমানায় সন্দেহজনকভাবে জ্বালানি চোরাচালানের ওপর নজরদারির মধ্যে এই ট্যাংকারটি জব্দ করা হয়। খবর বার্তা সংস্থা মেহের-এর। মোজতবা গাহরেমানি জানান, ট্যাংকারটিতে বহন করা তেলের আইনি নথিপত্র অসম্পূর্ণ ছিল। ফলে চোরাচালানের সন্দেহে ট্যাংকারটি আটক করা হয়েছে। তবে জব্দকৃত জাহাজটির জাতীয়তা বা গন্তব্য সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত