
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমনকি যদি পুতিন তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে না বসেন-তবুও। খবর এনডিটিভির। তবে ট্রাম্পের এই মন্তব্য গত বৃহস্পতিবারের মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত আগের প্রতিবেদনগুলোর বিরোধিতা করে। ওই প্রতিবেদনগুলোতে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল, পুতিন-জেলেনস্কি বৈঠক ট্রাম্প-পুতিন সম্মেলনের জন্য একটি পূর্বশর্ত।
কিন্তু বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকেরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, পুতিন কি আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য কি না জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, তার দরকার নেই, না।’ তিনি আরও বলেন, ‘তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আর আমি যা পারি করব, যেন হত্যা বন্ধ হয়।’