
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন প্রশমন এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে উদ্ভিদবিজ্ঞান’। দেশের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক এবং শিক্ষাবিদদের উপস্থিতিতে এই সম্মেলনটি জ্ঞানচর্চার এক মিলনমেলায় পরিণত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটির সভাপতি প্রফেসর ড. এম আজিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনের কি-নোট স্পিকার হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হারুন-উর-রশীদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. এম মাহফুজুর রহমান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া এবং রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রেসিডেন্ট জনাব নুরুল হক চৌধুরী।