
‘যুদ্ধক্ষেত্র’ গাজা সিটি থেকে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি উপত্যকাটির বৃহত্তম নগরকেন্দ্র গাজা শহরের নিয়ন্ত্রণ দখলের জন্য নতুন আক্রমণের ঘোষণা দেয়ার কয়েকদিন পরই এ ঘোষণা এলো। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই শনিবার এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কারেম আবু সালেম বা কেরেম শালোম ক্রসিং দিয়ে বাসিন্দাদের তাঁবু এবং অন্যান্য আশ্রয় সরঞ্জাম সরবরাহ করবে।