
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের মে মাসে সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পর্কিত আটটি মামলায় জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত তার জামিন মঞ্জুর করেছেন। বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ লাহোর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল মঞ্জুর করেছে, যা ২০২৩ সালের সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট আটটি মামলায় তার জামিন আবেদন খারিজ করে দিয়েছে। আদালত ৭২ বছর বয়সি ইমরান খানকে অন্য কোনো মামলায় অভিযুক্ত না করা হলে মুক্তির নির্দেশ দিয়েছে।