
ইসরায়েলের পশ্চিমতীরের বিতর্কিত বসতি নির্মাণ পরিকল্পনা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দপ্তর লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হোটোভেলিকে তলব করে কড়া প্রতিবাদ জানায়। যুক্তরাজ্যের মতে, এই পরিকল্পনা কার্যকর হলে তা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে না, বরং ভবিষ্যতের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকেও গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করবে। গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, পূর্ব জেরুজালেমের কাছে পশ্চিমতীরের ই-১ এলাকাতে নতুন বসতি স্থাপনের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের হাইয়ার প্ল্যানিং কমিটি। এরই প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূত হোটোভেলিকে তলব করা হয়। ফরেন অফিস আরও জানায়, এই বিষয়ে তারা একা নয়, বরং ২১টি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে একযোগে এই সিদ্ধান্তকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘যদি বাস্তবায়িত হয়, তবে এই বসতি পরিকল্পনা হবে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্রকে কার্যত দুই ভাগে বিভক্ত করবে, যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে।’ এই বক্তব্যের মধ্য দিয়েই লন্ডন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তারা এই পরিকল্পনাকে কোনোভাবেই মেনে নেবে না।
এর আগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পূর্ব জেরুজালেমের মাআলে আদুমিম এলাকায় ৩ হাজার ৪০১টি বসতি স্থাপন ইউনিট নির্মাণের অনুমোদন দেন। পাশাপাশি আশপাশের এলাকায় আরও ৩ হাজার ৫১৫টি নতুন ইউনিট নির্মাণের পরিকল্পনাও অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পশ্চিমতীরকে কার্যত দুই ভাগে বিভক্ত করা, যার ফলে উত্তর ও দক্ষিণ শহরগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়বে।