ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। খবর আল আরাবিয়ার।

ইসরায়েলি সেনারা সামাজিকা যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ইসরায়েলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ (ইসরায়েলি বিমানবাহিনী) আটকে দিয়েছে।

হুথিদের দাবি, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে। ইসরায়েল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পালটা হামলা চালিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত