
গাজা সিটির আল-জেইতুন মহল্লায় ইসরায়েলি সেনাদের অভিযানে এ মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৫০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাস্সাল জানিয়েছেন, মহল্লাটির দক্ষিণাংশে এখন আর কোনো ভবন অক্ষত নেই। তিনি জানান, এ মাসের শুরুতে গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর থেকে ইসরায়েলি বাহিনী পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
তারা ভারী নির্মাণযন্ত্রের পাশাপাশি বোমা বহনকারী রোবট ব্যবহার করছে। প্রতিদিন অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কোয়াডকপ্টার ড্রোন দিয়ে বাড়ির ছাদে বোমা ফেলা হচ্ছে। এর ফলে ধ্বংসযজ্ঞের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই অভিযানের কারণে আল-জেইতুন এলাকার প্রায় ৮০ শতাংশ বাসিন্দা পশ্চিম বা উত্তর গাজার দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে জানান বাস্সাল।
গত ৮ আগস্ট ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করে। ওই পরিকল্পনায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে ঠেলে দেওয়া, শহর ঘিরে ফেলা এবং ব্যাপক হামলার পর সেটি দখলের কথা বলা হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে গোটা গাজা বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।