ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইসরায়েলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলি তেল ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে ইসরায়েলের মালিকানাধীন একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। গতকাল সোমবার সকালে ইয়েমেনি সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের। বিবৃতিতে ইয়েমেনি সেনাবাহিনী বলছে, ‘আমরা উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাংকারকে সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছি।’

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের (হামাস) সমর্থন এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংঘটিত গণহত্যা ও অবরোধের প্রতিক্রিয়ায় এবং লোহিত সাগর ও আরব সাগরে ইসরায়েলি নৌ চলাচলের উপর অব্যাহত নিষেধাজ্ঞার উপর জোর দেওয়ার জন্য, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌবাহিনী উত্তর লোহিত সাগরে একটি ইসরায়েলি তেল ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছে।’ সারি জোর দিয়ে বলেন, ‘যুদ্ধের সমাপ্তি এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে অবরোধ তুলে নেওয়া ছাড়া এসব অভিযান কখনই থামবে না।’ এরআগে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, সৌদি আরবের লোহিত সাগর বন্দর শহর ইয়ানবুর দক্ষিণ-পশ্চিমে লাইবেরিয়ার পতাকাবাহী ইসরায়েলি মালিকানাধীন একটি ট্যাংকার বিস্ফোরণের খবর দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত