ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চীনের রণতরীতে নতুন প্রযুক্তি, বিস্মিত যুক্তরাষ্ট্র

চীনের রণতরীতে নতুন প্রযুক্তি, বিস্মিত যুক্তরাষ্ট্র

দশকের পর দশক ধরে আকাশে আধিপত্য দেখান যুক্তরাষ্ট্র এবার চীনের সামরিক নতুন প্রযুক্তি দেখে চমকে উঠেছে। সম্প্রতি বেইজিং তাদের সর্বাধুনিক যুদ্ধবিমানগুলোকে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার ‘ফুজিয়ান’-এর সঙ্গে আকাশে তুলে নতুন যুগের সূচনা করেছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম (ইএমএএলএস) ব্যবহার করে আকাশে উঠছে পঞ্চম প্রজন্মের জে-৩৫ স্টিলথ ফাইটার, ৪.৫-প্রজন্মের জে-১৫ ফাইটার, এবং কেজে-৬০০ আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল এয়ারক্রাফট। এই প্রযুক্তি এতদিন শুধু যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ারে দেখা যেত।

বিশ্লেষকরা বলছেন, ফুজিয়ানের এই সাফল্য কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও বিশাল অগ্রগতি। আগে চীনের পুরনো রণতরী শ্যানডং এবং লিয়াওনিং-এর মধ্যে এই সুবিধা ছিল না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত