
ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুথি আনসারুল্লাহর নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, যুক্তরাষ্ট্রের শুধু মুসলিম দেশগুলোর অস্ত্র নিয়ে সমস্যা। বেশিরভাগ দেশের সামরিক ব্যয় বাড়ানো হলেও মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়। ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন আল-হুথি। তিনি বলেন, ‘নাসরুল্লাহ ইসরাইলি শাসনের মোকাবিলা করে গোটা অঞ্চলকে সুরক্ষা দিয়েছিলেন। নাসরুল্লাহর সেই বিখ্যাত উক্তি— ইসরাইল মাকড়সার জালের চেয়েও দুর্বল— আজও দখলদারদের স্মৃতিতে গেঁথে আছে।‘
আল-হুথি বলেন, ‘২০০০ সালে দক্ষিণ লেবাননের মুক্তি ছিল আরবদের জন্য এক অভূতপূর্ব ঐতিহাসিক বিজয়। ২০০০ সালের গোড়া থেকেই যুক্তরাষ্ট্র নতুন মধ্যপ্রাচ্য প্রকল্প চালিয়ে আসছে, যার উদ্দেশ্য ইসরাইলি আধিপত্য কায়েম করা।‘ তিনি বলেন, ‘এখন স্পষ্ট যে, ইসরাইলি আগ্রাসন পুরো মুসলিম উম্মাহকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, কোনো ব্যতিক্রম ছাড়াই।‘
আল-হুথি আরও বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলি প্রমাণ করছে যে প্রতিরোধই ছিল সঠিক পথ, কারণ শত্রুরা যে একমাত্র বিকল্প প্রস্তাব করেছে তা হলো আত্মসমর্পণ।‘ হুথি নেতা জোর দিয়ে বলেন, ‘প্রতিরোধের অস্ত্র ইসরাইলের জন্য সমস্যা; আরব শাসকদের জন্য নয়, যারা মার্কিন-ইসরাইলি নির্দেশনা মেনে চলে।‘
তিনি আরও ইঙ্গিত করে বলেন, ‘বেশিরভাগ দেশ সামরিক ব্যয় বাড়ায়, কিন্তু মুসলিম দেশগুলোকে নিরস্ত্র হতে বলা হয়।‘ ভাষণের শেষে ইয়েমেনি নেতা বিশ্বকে ইসরাইলের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।