
ইসরায়েলি কর্তৃপক্ষ গ্রীক নাগরিক ও আন্তর্জাতিক জলযান কর্মীদের সঙ্গে গতকাল সোমবার সুইডিশ পরিবেশকর্মী গ্রীটা থানবার্গকে গ্রীসে পাঠাবে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। থানবার্গকে আটক করা হয়েছিল গাজা সেক্টরের দিকে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে, যা ইসরায়েলের নাকাবন্দি অঞ্চলের অবরোধ ভেঙে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করছিল।
ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী, ওই ফ্লাইটে মোট ১৬৫ জন কর্মী গ্রীসে পাঠানো হবে। এদের মধ্যে গ্রীক নাগরিকরাও আছেন যারা ফ্লোটিলায় অংশগ্রহণের জন্য আটক হয়েছিলেন।
এরআগে, গত বুধবার ইসরায়েলের নিরাপত্তা বাহিনী গাজায় যাওয়া এই সাহায্য জাহাজে অভিযান চালিয়ে ৪০০ এর বেশি কর্মী, সংসদ সদস্য ও আইনজীবীকে আটক করে। কিছু দিন আগে তাদের মধ্যে কিছু ব্যক্তিকে এরইমধ্যেই পাঠানো হয়েছে, তবে অন্যদের জন্য এখনও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দক্ষিণপত্র ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে জানা যায়, থানবার্গ সুইডিশ কর্মকর্তাদের জানিয়েছেন যে তাকে দূষিত বিছানা-পোকা ও অপ্রতুল খাবার ও পানির মধ্যে একটি কক্ষে রাখা হয়েছিল।
ফ্লোটিলার অন্যান্য অংশগ্রহণকারীরা থানবার্গের বিরুদ্ধে অপমানজনক আচরণের অভিযোগও করেছেন। তুর্কি কর্মী এরসিন সেলিক জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তার সামনে থানবার্গকে মারাত্মকভাবে নির্যাতন করেছে এবং ইসরায়েলের পতাকায় চুম্বন করতে বাধ্য করেছে।
ইতালীয় সাংবাদিক লরেঞ্জো ডি’অগোস্টিনো বলেন, তাকে ইসরায়েলি পতাকায় মোড়ানো হয়েছিল, এমনভাবে যেন তাকে কোনো ‘উপহার’ বা ‘ট্রফি’র মতো প্রদর্শন করা হয়েছিল।