
ব্রিটেনবিরোধী উসকানিমূলক মন্তব্য ও ইসলামবিদ্বেষী অবস্থানের কারণে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী শ্যারন হাসকেল সম্প্রতি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল থেকে আলাদা হয়ে গঠিত নিউ হোপ পার্টির সদস্য হাসকেলকে ইসরায়েলি সরকারের অন্যতম বিতর্কিত মুখ বলা হচ্ছে।
মিডলইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ব্রিটেনের ম্যানচেস্টারে এক ইহুদি উপাসনালয়ে ব্রিটিশ-সিরীয় এক ব্যক্তির হামলায় একজন নিহত হওয়ার ঘটনায় শোক জানাতে হাসকেল সেখানে যান। সেসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘একজন ইহুদি হিসেবে আমি তোমাদের রাস্তায় নিরাপদ নই। শুধুমাত্র আমার অস্তিত্বের কারণেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।’
এরপরদিন ম্যানচেস্টারেই অনুষ্ঠিত ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সম্মেলনে অংশ নিয়ে হাসকেল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সমালোচনা করে বলেন, ‘অতিরিক্ত ও নিয়ন্ত্রণহীন অভিবাসন, বিশেষ করে ইসলামপন্থি সম্প্রদায় থেকে আসা অভিবাসীরা, ব্রিটিশ সমাজের মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করছে এবং ইহুদিবিদ্বেষ বাড়াচ্ছে।’ তার এই মন্তব্যকে যুক্তরাজ্যের মুসলিম ও মানবাধিকার সংগঠনগুলো সরাসরি ইসলামবিদ্বেষী হিসেবে অভিহিত করেছে।