ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

পুতিনের সঙ্গে বৈঠক করে ‘সময় নষ্ট’ করতে চান না ট্রাম্প

গত বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে বোল পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে তিনি সময় নষ্ট করতে চান না। স্থানীয় সময় গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি স্থগিতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। এরপর ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি। গত সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নিকট ভবিষ্যতেও ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা নেই। বৈঠক ইস্যুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কোনো নিরর্থক বৈঠক চাই না। সময় নষ্ট করতে চাই না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’ ট্রাম্পের এই দ্বিধা ইউরোপীয় নেতাদের জন্য স্বস্তির কারণ হতে পারে। কারণ তারা অনেক আগেই পুতিনের বিরুদ্ধে কূটনীতির নামে সময়ক্ষেপণ করে যুদ্ধক্ষেত্রে অগ্রগতি অর্জনের চেষ্টা করার অভিযোগ এনেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত