ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান

মেক্সিকোতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যা করতে চেয়েছিল ইরান

মেক্সিকোতে থাকা ইসরায়েলি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইরান। গত শুক্রবার দেশটিকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র দাবি করছে, ওই চেষ্টা তারা সুকৌশলে প্রতিহত করে দেয়। তবে ইরান যদি সফল হতো তাহলে ইসরায়েল-ইরান যুদ্ধ সমগ্র আরব বিশ্বে ছড়িয়ে পড়ত বলে শঙ্কা যুক্তরাষ্ট্রের।

বার্তা সংস্থা এএফপিকে একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিপ্লবী গার্ডের এলিট ইউনিট কুদস ফোর্স গত বছরের শেষ দিকে এই ষড়যন্ত্র শুরু করেছিল। তবে এ বছরের সেই চেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। ওই মার্কিন কর্মকর্তা বলেন, ‘ষড়যন্ত্রটি সমাধান করা হয়েছে। বর্তমানে এটি কোনো হুমকি নয়।’ তবে ওই কর্মকর্তা এএফপিকে বিস্তারিত কোনো প্রমাণ দেননি বা কীভাবে ষড়যন্ত্রটি যুক্তরাষ্ট্র ব্যর্থ করছে, তা ব্যাখা করেননি।

এএফপি প্রতিবেদনে জানিয়েছে, ইরানের এই ষড়যন্ত্রটি ঘটত গত বছরের ১ এপ্রিলের পর। যখন ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাস কমপ্লেক্সে হামলা চালায়। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার বদলা হিসেবে এই পরিকল্পনা কষেছিল ইরান। যদিও এই দাবি নিয়ে এখনও কিছু বলেনি ইরান। জাতিসংঘে ইরানের মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

ওই ঘটনার পর এ বছর ইরান ও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে। পারমাণবিক অস্ত্র বানানোর অভিযোগে ইসরায়েল ইরানে ব্যাপক বোমা হামলা চালায়। জবাবে ইরানও মিসাইল ছোড়ে। এতে ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়, বেশ কয়েকজন নাগরিকও মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত