
কয়েক মাস ধরেই আলোচনা চলছিল- পদত্যাগ করতে পারেন রন ডারমার। গত মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের সেই গুজব বাস্তব হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ উপদেষ্টা ও ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
রনকে নেতানিয়াহুর আস্থাভাজন মনে করা হতো। তিনি ইসরায়েলের মাঝেও প্রচণ্ড বিতর্কিত ছিলেন। মূলত সমালোচকদের এক অংশ মনে করেন, ইরান ও গাজায় যে হামলা ইসরায়েল চালিয়েছে তার মদদ দিয়েছেন রন। তাছাড়া তার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনা হয়।
তবে পদত্যাগপত্রে নির্দিষ্ট কোনো কারণ বলেছেন রন, তা সামনে আসেনি। কিন্তু ইসরায়েলি এই মন্ত্রী হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা সামনে টেনে বলেছেন, ‘বর্তমান সরকারকে সংজ্ঞায়িত করা হবে ৭ অক্টোবরের হামলার আগে ও পরে শুরু হওয়া বহুমুখী যুদ্ধের পরিচালনা দ্বারা।’