ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘অপারেশন সিঁদুর থেকে কিছুই পাওয়া যায়নি’

‘অপারেশন সিঁদুর থেকে কিছুই পাওয়া যায়নি’

পাকিস্তানের অভ্যন্তরে ভারতের চালানো অপারেশন সিঁদুর থেকে কিছুই পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন ভারতশাসিত জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক ভালো না হলে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে সাবেক এই মুখ্যমন্ত্রীর বক্তব্যে কাশ্মীরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি তার বিরুদ্ধে সন্ত্রাসীদের পক্ষ নেওয়ার অভিযোগও তুলেছে বিজেপি। শনিবার (১৫ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান এবং বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বাবা ফারুক আবদুল্লাহ এদিন হরিয়ানায় আটক হওয়া সন্ত্রাসীদের নিয়েও কথা বলেন। ওই সন্ত্রাসীরা পেশায় সবাই ডাক্তার। তিনি বলেন, কেন সেই ডাক্তাররা এমন পথে গেলেন, তা খতিয়ে দেখা জরুরি। ফারুক আবদুল্লাহর ভাষায়, ‘যারা দায়ী, তাদের জিজ্ঞেস করতে হবে— কেন এসব ডাক্তারকে এই পথে যেতে হলো? কী কারণ? এর পূর্ণাঙ্গ তদন্ত ও বিশদ বিশ্লেষণ হওয়া দরকার।’ ফারুক আশঙ্কা প্রকাশ করেন, হরিয়ানায় সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়ার ঘটনার পর নতুন করে আরেকটি ‘অপারেশন সিঁদুর’-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, ‘আমি আশা করি তেমন কিছু হবে না। অপারেশন সিঁদুর থেকে কিছুই পাওয়া যায়নি। আমাদের ১৮ জন মানুষ মারা গিয়েছিল, সীমান্ত দুর্বল হয়ে পড়েছিল। দুই দেশের সম্পর্ক ভালো না হলে সমস্যার সমাধান সম্ভব নয়। আমি আবারও বাজপেয়ীর সেই কথাই বলব— বন্ধু বদলানো যায়, কিন্তু প্রতিবেশী বদলানো যায় না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত