ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আত্মসমর্পণকারী দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

আত্মসমর্পণকারী দুই ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী দখলকৃত পশ্চিম তীরে অভিযান চালানোর সময় দুই জন ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বলে জানা গেছে। এই নিহত দুই ফিলিস্তিনিকে আত্মসমর্পণরত ও নিরস্ত্র অবস্থায় দেখা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী ও পুলিশ গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা পশ্চিম তীরে দখলকৃত অঞ্চলে দুইজন ফিলিস্তিনিকে হত্যা করার বিষয়টি তদন্ত করছে। খবর বার্তা সংস্থা এএফপির। উত্তর পশ্চিম তীরে ফিলিস্তিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিনে এই নৃশংস ঘটনাকে বিভিন্ন দিক থেকে দেখা হচ্ছে। অন্যান্য বিভিন্ন সংস্থার মতো এএফপিও ঘটনাটিকে ভিন্ন আঙ্গিকে দেখছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত দুই ব্যক্তির নাম প্রকাশ করেছে। তারা হলেন- ৩৭ বছর বয়সী ইউসেফ আলী আসা’সা ও ২৬ বছর বয়সী আল-মুন্তাসির বিল্লাহ মাহমুদ আবদুল্লাহ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হত্যাকে ‘তাৎক্ষণিক মৃত্যুদণ্ড’ হিসাবে চিহ্নিত করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে এটি ছিল ‘নির্দয়’।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত