
ইরানের নৌবাহিনী যেকোনো ধরনের আগ্রাসন ও হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি। ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ সাইয়্যেদ মুসাভি ইরানের নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার কথা উল্লেখ করে বলেন, নিজস্ব সক্ষমতা ও জিহাদি মনোভাবের ওপর নির্ভর করেই নৌবাহিনী সম্ভাব্য যেকোনো হুমকির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত। নৌ বাহিনী নিজস্ব সামর্থ্য, কার্যকর উদ্যোগ এবং জিহাদি চেতনার মাধ্যমে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, কার্যকর এবং অনুশোচনা সৃষ্টিকারী জবাব দিতে সক্ষমণ্ড এটা তারা প্রমাণ করেছে।
জেনারেল মুসাভি আরও বলেন, পারস্য উপসাগর, ওমান সাগর এবং ইরানের আঞ্চলিক পানিসীমায় টেকসই নিরাপত্তা বজায় রাখতে যে সক্ষমতার বিকাশ ঘটেছে, তা সেনাবাহিনীর নৌ ইউনিট এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর নৌ ইউনিটের মধ্যে সমন্বয়, সহযোগিতা ও গঠনমূলক পারস্পরিক সম্পর্কের ফসল।