ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুসলিম নারীদের হ্যাপি লাইফস্টাইল

মুসলিম নারীদের হ্যাপি লাইফস্টাইল

বই : মুসলিম নারীদের দিনরাত

রচনা : শাইখ আবু তালহা

অনুবাদ : মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

প্রচ্ছদ : আবুল ফাতাহ মুন্না

প্রকাশক : পথিক প্রকাশন

ধরন : মোটিভেশনাল

পৃষ্ঠা : ১৪৪

মূল্য : ৩২০ টাকা

স্টল : ১৫২-১৫৩

নারী মায়ের জাতি। লজ্জা তার ভূষণ। কিন্তু সাম্প্রতিক সময়ে অপরাধজগতে নারীর আনাগোনা বেশ বেড়েছে। গণমাধ্যমে প্রচারিত সংবাদে দেখা যাচ্ছে, নারীরা মাদক সেবন, ব্যবসা ও বিতরণ, জাল টাকা তৈরি, শিশু ও মানবপাচার, উগ্র মতবাদের প্রচার, অস্ত্র বহন, চুরি, অপহরণ, ছিনতাই, যৌন আবেদনের মাধ্যমে প্রতারণা, দেহব্যবসা ইত্যাদি অপরাধে বেশ সক্রিয়। পরকীয়া প্রেম ও তার সূত্র ধরে খুনের ঘটনায় নারীর অংশগ্রহণ আতঙ্কের পর্যায়ে। নারী ভদ্র, শান্ত-শিষ্ট ও অনুগত- এ বিশ্বাস ও মূল্যবোধের বিপরীতে নারীর অপরাধপ্রবণ হয়ে ওঠার পেছনে সমাজবিজ্ঞানীরা পারিবারিক বন্ধন শিথিল হওয়া, সামাজিক মূল্যবোধের অবক্ষয়, উচ্চাশা ও অপরাধে জড়িয়ে পড়ার অবাধ সুযোগকে দায়ী করেন। ইসলামি স্কলাররা এর সঙ্গে নারী-পুরুষের অবাধ মেলামেশা, ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ চর্চার অভাব, বস্তুবাদী শিক্ষা ও সমাজব্যবস্থা এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামি অনুশাসনের অভাব যুক্ত করেন। তারা নারীসমাজের এ অবক্ষয় রোধে মেয়েশিশুর প্রতিপালনে যত্নশীল হওয়া, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া, নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ সীমিত করা, পারিবারিক ও সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং আইনের শাসন ও প্রয়োগে কঠোর হওয়ার পরামর্শ দেন।

নারীর অপরাধপ্রবণতা সমাজের জন্য ক্ষতিকর। এতে সমাজ বেশি প্রভাবিত হয়। পণ্য বাজারজাত থেকে শুরু করে এমন কোনো কাজ নেই, যেখানে নারীকে ব্যবহার করা হচ্ছে না। ফলে পৃথিবীজুড়ে অশ্লীলতার মহাপ্লাবন নেমে এসেছে। নারীজীবনকে এমন অপমানের হাত থেকে রেহাই দিয়ে তার লাইফস্টাইল সৌন্দর্যমণ্ডিত করে তুলতে সৌদি আরবের মদিনার অধিবাসী বিশিষ্ট লেখক শাইখ আবু তালহা রচনা করেছেন ‘ইবাদাতুস সালিহাত’ নামক দারুণ একটি বই। সহজ-সাবলীল ও প্রাঞ্জল ভাষায় বইটির অনুবাদ করেছেন বাংলা, উর্দু ও হিন্দি ভাষার পাঠকনন্দিত সব্যসাচী লেখক, অনুবাদক ও সম্পাদক মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ। অনুবাদের পাশাপাশি তিনি মেয়েদের দীনি লাইফস্টাইলের প্রয়োজনীয় সব বিষয় সংযোজন করেছেন।

পথিক প্রকাশন থেকে প্রকাশিত বইটিতে মহীয়সী নারী কারা, মহীয়সী নারীদের ইবাদত, ইবাদতে তৃপ্তি মেলে যেভাবে, মুমিনের বৈশিষ্ট্য, ইখলাসের গল্প, মনীষীদের চোখে ইবাদত, নারীদের উদ্দেশ্যে ইমাম গাজালি (রহ.)-এর নসিহত, মহীয়সী নারীদের দিনরাত, আল্লাহর নৈকট্য লাভের উপায় এবং পরকালে শ্রেষ্ঠ নারী কারা, তা নিয়ে কোরআন-হাদিস ও ইতিহাসের আলোকে আলোচনা করা হয়েছে। ১৪৪ পৃষ্ঠার বইটি পড়ে পাঠক যেমন অতীতের মহীয়সী নারীদের জীবনগল্প জানতে পারবেন, তেমনি উদ্বুদ্ধ হবেন নিজের ইবাদত ও দৈনন্দিন ইসলামি লাইফস্টাইলে। বইটিতে মূলত পূর্ণাঙ্গ কোনো জীবনী উল্লিখিত হয়নি, কিন্তু জীবনের বাঁক বদলে দেওয়ার মতো সব ঐতিহাসিক কাহিনি উল্লেখ করে বর্তমান নারীদের প্রেরণা যুগিয়েছেন লেখক; যেন বর্তমানের নারীরাও হতে পারেন সোনালি দিনের সেসব মহীয়সী নারীদের মতো।

বইটিতে দুনিয়ার বাস্তবতা ও পূর্ববর্তী নারীদের জীবনযাপনের কথা তুলে ধরে বর্তমান মেয়েদের অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। মহীয়সী নারীদের জীবন কেমন ছিল, আর আজকের নারীদের দিনরাতই বা কাটছে কোন হালে, প্রেরণাময় গদ্যে দরদি উপস্থাপনায় সেসব আলোচনা করা হয়েছে। বইটি নৈতিক অবক্ষয়ের এ ক্রান্তিকালে নারীজাতিকে হারানো মর্যাদা ফিরে পেতে সহায়ক ভূমিকা রাখবে। আদর্শ সমাজ বিনির্মাণে মাইলফলক হিসেবে কাজ করবে। প্রচ্ছদশিল্পী আবুল ফাতাহ মুন্নার আঁকা প্রচ্ছদে আবৃত বইটির মুদ্রিত মূল্য ৩২০ টাকা। সিরাতুন নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আয়োজিত আন্তর্জাতিক ইসলামি বইমেলায় পথিক প্রকাশন (স্টল ১৫২-১৫৩)-এ পাওয়া যাচ্ছে। এছাড়া ঘরে বসে পেতে পথিক প্রকাশনসহ রকমারি, ওয়াফি লাইফ ও কিতাবঘরে অর্ডার করা যাবে। পাওয়া যাবে ঢাকার বাংলাবাজারসহ দেশের সব অভিজাত লাইব্রেরিতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত