ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তারুণ্যের গল্প

গাজীপুর জেলার পুবাইল থানার মারুকা গ্রামের সন্তান মুফতি মোস্তফা কামাল গাজী। সম্ভাবনাময় এ তরুণ আলেম লেখক ও গবেষক উচ্চতর হাদিস বিষয়ে পড়াশোনা করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দে। ইসলামি আইন ও শরিয়া বিষয়ে অধ্যয়ন করেছেন ভারতের দারুল উলুম আগ্রায়। পেশায় তিনি শিক্ষক। অবসরে গবেষণা ও লেখালেখি করেন। মূলধারার সাহিত্যাঙ্গনে ও জাতীয় দৈনিকে যারা স্বাক্ষর রাখছেন, তিনি তাদের অন্যতম। তার রচিত ও অনূদিত বেশ কয়েকটি বই পাঠকমহলে সুনাম কুড়িয়েছে। সেগুলো নিয়ে লিখেছেন- মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
তারুণ্যের গল্প

কবরবাসীর সুখ-দুখ : মৃত্যুর পর কেউ দুনিয়াতে ফিরে আসে না। এটাই সাধারণ নিয়ম। তবে মাঝেমধ্যে এ নিয়মের ব্যত্যয় ঘটে। কিছু মানুষ মৃত্যুর পরও কথা বলেছে। সামান্য সময়ের জন্য জীবিত হয়ে উপস্থিত লোকদের দিয়েছে সতর্কবার্তা। অনেকে মৃত্যুর পর জীবিতদের স্বপ্নে এসে জানিয়েছে নিজের অবস্থান। এমনই কিছু বিস্ময়কর ঘটনা দিয়ে সাজানো এ বইটি। লিখেছেন মুহাম্মদ ইসহাক মুলতানি। অনুবাদ করেছেন মোস্তফা কামাল গাজী। ৩৩৬ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন মুন্না। ৪৫০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে আশরাফী বুক ডিপো।

আদর্শ উস্তাদ : একজন উস্তাদ কীভাবে আদর্শ উস্তাদ হবেন, কীভাবে ছাত্রদের গড়বেন এবং সফল উস্তাদ হতে হলে কী কী গুণ প্রয়োজন, এ দীক্ষা দেওয়া হয়েছে বইটিতে। এটি কেবল মাদ্রাসার শিক্ষকদের জন্য নয়, বরং স্কুল-কলেজের শিক্ষকদের জন্যও বেশ উপকারী। লিখেছেন মাওলানা মুহাম্মদ হানিফ আবদুল মাজিদ। অনুবাদ করেছেন মোস্তফা কামাল গাজী। ৩৬৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন মুন্না। ৬০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে কওমি লাইব্রেরি।

ছাত্রজীবন যেভাবে কাটাবেন : একজন আদর্শবান ছাত্র হওয়ার জন্য কোন কাজ করতে হবে, কোন কাজ ছাড়তে হবে এবং কীভাবে উস্তাদকে সম্মান করতে হবে, এ সবকিছু উঠে এসেছে বইটিতে। এককথায় বলা যায়, বইটি ছাত্রদের আত্মার খোরাক। বইটি মূলত জুলফিকার আহমদ নকশবন্দির বয়ান সংকলন। বিভিন্ন মজলিসে ছাত্রদের উদ্দেশ্যে তিনি যে বয়ান করেছেন, তা সংকলন করেছেন মুহাম্মদ শাকের বিজনুরি। অনুবাদ করেছেন মোস্তফা কামাল গাজী। ৩৬৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন কাজী যুবাইর মাহমুদ। ৫৬০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে দারুল আরকাম।

যে দুআয় দুয়ার খোলে : দোয়ার গুরুত্ব ও দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা দিয়ে বইটি সাজানো। এটি পড়লে দোয়া করার প্রতি আগ্রহী হবে যে কারোর মন। লিখেছেন আবদুল মালিক মুজাহিদ। অনুবাদ করেছেন মোস্তফা কামাল গাজী। ২৬৮ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন মুন্না। ৪৪০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে কওমি লাইব্রেরি।

ষাটজন মহীয়সী নারী : ষাটজন মহীয়সী ও বীরাঙ্গনা নারীর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে বইটিতে। এটি পড়লে ইলমের ক্ষেত্রে তাদের অনস্বীকার্য অবদানের কথাও জানা যাবে। লিখেছেন মাওলানা মুহাম্মদ ইসহাক ভাট্টি। অনুবাদ করেছেন মোস্তফা কামাল গাজী। ১৯২ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন সাবেত চৌধুরী। ৩৮০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে আশরাফী বুক ডিপো।

বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ সমাচার : বাংলাদেশের প্রাচীন ও ঐতিহাসিক অনেকগুলো মসজিদের গল্প তুলে ধরা হয়েছে বইটিতে। মূলত এটি তথ্যভিত্তিক বই। লিখেছেন মোস্তফা কামাল গাজী। ৩২০ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন সানজিদা স্বর্ণা। ৭০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন।

স্পেনের পথেপ্রান্তরে : উমাইয়া খলিফা আবদুর রহমান ইবনে মুআবিয়া বা প্রথম আবদুর রহমানের জীবনভিত্তিক উপন্যাস এটি। দামেস্কে উমাইয়া খেলাফতের পতনের পর কীভাবে তিনি স্পেনে ফের রাজত্ব প্রতিষ্ঠা করেন, গল্পে গল্পে তা জানা যাবে। লিখেছেন আসলাম রাহী। অনুবাদ করেছেন মোস্তফা কামাল গাজী। ৩৫২ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন মুন্না। ৫০০ টাকা মূল্যের বইটি প্রকাশ করেছে কওমি লাইব্রেরি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত