ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এনপিপির চেয়ারম্যান আলহাজ শেখ ছালাউদ্দিন ছালুকে আহ্বায়ক ও মো. আনিসুর রহমান দেওয়ানকে সদস্য সচিব করে ১০৯ সদস্য বিশিষ্ট এ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া ৯ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মণ্ডল, বগুড়া; মো. ইদ্রিস চৌধুরী, চুয়াডাঙ্গা; মিসেস খালেকুজ্জামান খান দুদু, গাইবান্ধা; শেখ আবুল কালাম, গোপালগঞ্জ; সৈয়দ মাহমুদুল হক আক্কাছ, বি-বাড়িয়া; সেলিম তালুকদার, পটুয়াখালী; ডা. মো. আলতাফ হোসেন, নরসিংদী; মো. ইমরুল কায়েস, টাঙ্গাইল; ও অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম।
এছাড়া ৯৮ জনকে সদস্য নির্বাচিত করা হয়েছে, তারা হলেন- এবিএম মাসুদ করিম, বরিশাল; বাবু পরেশ চন্দ্র দাশ, হবিগঞ্জ; খোশাল খান, চট্টগ্রাম; মোশাররফ হোসেন বকুল, লক্ষীপুর; মোহাম্মদ আলী কিসমত, কুমিল্লা; আহসান হাবিব তছির, কুষ্টিয়া; মো. জাকারিয়া, ফরিদপুর; এস এম জাকির হুসাইন, রংপুর; ডা. মাহবুবুর রহমান, শেরপুর; অধ্যক্ষ আব্দুর রউফ, জামালপুর; মির্জা হামিদুল ইসলাম, ময়মনসিংহ; মুহাম্মদ মাসুম বিল্লাহ, বাগেরহাট; মো. গিয়াস উদ্দিন, ফরিদপুর; শেখ জাবেদ কামাল, নড়াইল; কৃষিবিদ মহসিন আলী, রাজশাহী; জিন্নাতুল ইসলাম জিন্না, রাজশাহী; মো. আবুল হোসেন আকাশ, বগুড়া; বীর মুক্তিযোদ্ধা শ্যামল কান্তি বিশ্বাস, মৌলভীবাজার; তারেক মুহাম্মদ শহিদুল ইসলাম, কিশোরগঞ্জ; মো. রফিকুল ইসলাম, জামালপুর; নুরুল ইসলাম খোকন, নোয়াখারী; মেহেদী হাসান রনি, বরিশাল; মো. এমাদুল হক রানা, বাগেরহাট; জিয়া জামান খান প্রিন্স, গাইবান্ধা; কামাল পাশা, চট্টগ্রাম; মো. জাকির হোসেন ভুঁইয়া, নোয়াখালী; শফিউল আলম রাকু, রংপুর; ইউসুফ আহাম্মেদ, সিলেট; কেএইচএম নাজমুল হক, রাজবাড়ি; শাফি আল আসাদ বাপ্পি, ঠাকুরগাঁও; সাহেব আলী হাওলাদার রনি, বরিশাল; মো. ফজলুল হক, বগুড়া; আলহাজ আবু দাউদ, পাবনা; অ্যাডভোকেট মেহেদী ইনছার, খুলনা; মো. সারোয়ার উদ্দিন, চট্টগ্রাম; মো. আবুল কালাম জুয়েল, কিশোরগঞ্জ; আব্দুল হামিদ রানা, সাতক্ষীরা; জালাল ঢালী, মুন্সিগঞ্জ; মোঃ দেলোওয়ার হোসেন, সুনামগঞ্জ; মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম; খালেদ বিন ইসলাম, ফেনী; রাজ্জাক হোসেন মিঠু, বি-বাড়িয়া; এস এম আল আমিন, সাতক্ষীরা; মো. আরিফুর রহমান সুমন, ঢাকা; মাওলানা ইসরাফিল হোসেন সাভারী, ঢাকা; মাওলানা সাইফুর রহমান সাইদী, পটুয়াখালী; আব্দুল হান্নান শিকদার, বরিশাল; মো. ফোরকান হোসেন, ঝালকাঠি; মো. তারিকুল ইসলাম, ঢাকা; নিত্য গোপাল মণ্ডল, গোপালগঞ্জ; মো. মাহবুবুর রহমান অভি, বরগুনা; মো. শরিফুল ইসলাম মুন্সি, লালমনিরটহাট; মো. সামান মিয়া, ময়মনসিংহ; মো. নাজিম উদ্দিন, ভোলা; ফরহাদ হোসেন রকেট, নীলফামারী; ডা. মো. আমিনুল ইসলাম, বাগেরহাট; মোফাজ্জেল হোসেন সাগর, গাজীপুর; মো. মিজানুর রহমান, যশোর; বিমল মালাকার, মৌলভীবাজার; মো. ইকবাল হোসেন, ঢাকা; মো. আনোয়ার হোসেন, পিরোজপুর; আলেয়া খানম মুক্তা, কিশোরগঞ্জ; ডা. মিজানুর রহমান, ঢাকা; শাহানা ইসলামণ্ডলক্ষীপুর; সাবিনা জাবেদণ্ডনড়াইল; মাওলানা নজরুল ইসলাম বদরপুরী-পটুয়াখালী; শেখ আফজাল হোসেন-গোপালগঞ্জ; মো. আব্দুল বাতেন, রংপুর; শেখ নাজনীন হোসেন শিমু, গোপালগঞ্জ; মোশারফ হোসেন লিটন, ঝালকাঠি; শফিকুল ইসলাম ডাবলু, গাইবান্ধা; মো. শরিফুল ইসলাম, সিরাজগঞ্জ; মোছা. রিনি সুলতানা, সাতক্ষীরা; শেখ নারগিস হোসেন চিনু, গোপালগঞ্জ; এম জমসেদ খান, চুয়াডাঙ্গ; খন্দকার আমিনুর রহমান ফ্রবেল, নওগা; যাদব চন্দ্র রায়, দিনাজপুর; হাজী মো. নাজিম উদ্দিন, গাজীপুর; মো. নুর উদ্দিন, ময়মনসিংহ; মো. মনোয়ার হোসেন, সিলেট; খন্দকার আনিছুজ্জামান, কুষ্টিয়া; সৈয়দ সামসুজ্জামান কচি, রংপুর; মলয় চন্দ্র সরকার, হবিগগঞ্জ; মোসা. পারভীন আক্তার, ঢাকা; মো. অলিউর রহমান, বরিশাল; মোঃ ফরিদ আলম, কক্সবাজার; এমএ ওয়াদুদ ভূইয়া, ঢাকা; মাওলানা আনোয়ার হোসেন, সাতক্ষীরা; মোস্তাফিজুর রহমান রাসেল, খুলনা; মো. লিটন. মেহেরপুর; শফিউল ইসলাম লিংকন, ময়মনসিংহ; মামুন আবছার চৌধুরী, চট্টগ্রাম; মো. কফিল উদ্দিন, ঢাকা; এমএ খায়ের, ঢাকা ডা. আজিজুর রহমান সোহাগ, ময়মনসিংহ; শহিদুল ইসলাম শাহিন, ঢাকা; আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ; মো. আব্দুল লতিফ, টাঙ্গাইল।