অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ৫ আগস্টের বিপ্লবে তরুণেরা বুকের রক্ত দিয়ে স্বাধীনতা এনেছেন। যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো নারীরা ধর্ষিত হচ্ছেন, বাসে ধর্ষিত হচ্ছেন? কেন পথেঘাটে নারীদের নির্যাতন-হেনস্তা করা হচ্ছে? সেলিমা রহমান বলেন, একের পর এক ঘটনা ঘটেই চলছে! গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন সেলিমা রহমান। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দল নারী দিবস উপলক্ষে আজ শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন সেলিমা রহমান।
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে বড় যেটা, সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের ওপর আছে। এ কারণে একজন মা, একজন স্ত্রী তার ঘরের সম্মান পায় না। মাগুরাতে যে ঘটনা ঘটেছে, তা ঘটেছে পরিবার থেকে। পরিবারে নারীদের অধিকার দেওয়ার চর্চা নেই।’ নারীনেত্রীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে।