ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুরে আদালতে দীপু মনি কামরুল ইসলাম ও পলক

অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা
গাজীপুরে আদালতে দীপু মনি কামরুল ইসলাম ও পলক

গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্?মেদসহ (পলক) চারজনকে আদালতে হাজির করা হয়েছিল। গতকাল বুধবার গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হলে বিচারক ওমর হায়দার এসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২২ এপ্রিল একই মামলায় ওই চারজনসহ মোট ছয়জনকে আদালতে হাজির করা হয়। সেদিন আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং আসামিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয়জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা করা হয়। এসব মামলার আসামি দীপু মনি, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও জুনায়েদ আহ্?মেদকে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩ আদালতে আনা হয়। শুনানি শেষে তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, জুনায়েদ আহ্?মেদকে এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কামরুল ইসলামকে পুলিশ প্রিজনভ্যানে আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে বিচারক ওই মামলায় তাদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী মো. রাশেদ বলেন, মামলায় হাজিরা দেওয়ার জন্য তাদের কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। আদালতের কাজ শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত