ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গত বৃহস্পতিবার ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক বার্তায় জানানো হয়েছে।

সুনির্দিষ্ট কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় করা একাধিক মামলার আসামি তিনি। ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত ছিলেন কৃষি অর্থনীতিবিদ শামসুল আলম। ২০০৯ সালের ১ জুলাই প্রেষণে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। প্রায় এক যুগ ধরে এই দায়িত্ব পালন শেষে ২০২১ সালের জুলাইয়ে তিনি পরিকল্পনা প্রতিমন্ত্রী হন টেকনোক্র্যাট হিসেবে। কৃষি অর্থনীতিতে অবদানের জন্য ২০২০ সালে আওয়ামী লীগ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। ২০২২ সালের ২৪ মে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত