ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ব্যর্থ চবি শিক্ষার্থী

আত্মবিরোধী পদক্ষেপ
পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ব্যর্থ চবি শিক্ষার্থী

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ না পাওয়ায় আত্মবিরোধী পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিএ তে অধ্যায়রত আছেন। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাঁচ তলা থেকে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। জানা যায়, ফাইন্যান্স বিভাগের স্নাতক ফাইনাল পরীক্ষায় ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে একমাত্র তিনিই একটা কোর্সে অকৃতকার্য হন। তবে ঐ শিক্ষার্থীর দাবি, তিনি নির্দিষ্ট কোর্সটিতে ভালোভাবে পরীক্ষা দিলেও তিনি অনুত্তীর্ণ হন। ঐ কোর্সে ফেইল করার মতো পরীক্ষা তিনি দেননি। নির্দিষ্ট ঐ কোর্সে ফেইল করার খবর জানতে পেরে তিনি তার খাতা পুনর্নিরীক্ষণের জন্য বিভাগের সভাপতি, পরীক্ষা কমিটি ও সংশ্লিষ্টদের কাছে ছুটাছুটি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত