গত বৃহস্পতিবার ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) কর্তৃক বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যারাথন দৌড়, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, উন্নয়ন মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএফইডি’র প্রধান নির্বাহী কর্মকর্তা আর.এম. ফরহাদ। এসময় উপস্থিত ছিলেন ডিএফইডি’র এজিএম (প্রশিক্ষণ) আনন্দ কুমার মল্লিক, সমৃদ্ধি কর্মসূচি’র কো-অর্ডিনেটর (কৃষি) ও ফোকাল পার্সন কৃষিবিদ মো. নিয়ামূল কবীর, ডিএফইডি’র কো-অর্ডিনেটর (এমআইএস) মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজতবা জুয়েল। অনুষ্ঠানে প্রকল্পের উপর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করেন প্রকল্প ফোকাল পার্সন কৃষিবিদ মো. নিয়ামূল কবীর।
একই দিনে অনুষ্ঠিত উন্নয়ন মেলায় ৭টি স্টলে ৭টি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ৫জন শ্রেষ্ঠ প্রবীণ, ৫জন শ্রেষ্ঠ সন্তান, ১০জন যুব (পুরুষ ও নারী), ১জন মেন্টর ও ৪জন শ্রেষ্ঠ গুনীজন (সমাজসেবক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ)-কে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রধান অতিথি বলেন, ডিএফইডি কর্তৃক এ ধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে স্কুলের ছেলে-মেয়ে, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, নবীন ও প্রবীনদের মধ্যে এক যোগসূত্র তৈরি করে দেয়। সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়নে মনোহরদী উপজেলা প্রশাসন সব সময় সহযোগিতা করবে।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নরসিংদীর জোনাল ম্যানেজার মো. মাকসুদুর রহমান ও ডিএফইডি’র নরসিংদী-০৩ এরিয়া ম্যানেজার সুমন কুমার বিশ্বাস, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী, প্রবীণ ক্লাব সভাপতি, প্রকল্পের স্টাফ ও এলাকার জনগণ।
উল্লেখ্য, ডিএফইডি ঢাকা আহ্ছানিয়া মিশনের একটি প্রতিষ্ঠান। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অক্টোবর ২০২৪ হতে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে ডিএফইডি। পুনর্বিন্যাসকৃত সমৃদ্ধি কর্মসূচির প্রধান কার্যক্রমসমূহ হচ্ছে-শিক্ষা সহায়তা কার্যক্রম, স্বাস্থ্যসেবা ও পুষ্ঠি কার্যক্রম, কৈশর কার্যক্রম, উন্নয়নে যুব সমাজ, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম।