গত মে মাসে সারা দেশে সংঘটিত হয়েছে ২ হাজার ৮০৯টি মারাত্মক অপরাধ। যা গত বছরের তুলনায় অন্তত সাড়ে ৫০০ বেশি। সন্ত্রাসীদের পাশাপাশি মাঠ প্রশাসনে কর্মকর্তাদের মাঝেও অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে। এমনই গুরুতর অভিযোগ উঠে এসেছে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রতিবেদনে। প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, সারা দেশে মারাত্মক অপরাধের সঙ্গে যেমন সন্ত্রাসীরা জড়িত, তেমনই এমন অনেক গুরুতর অপরাধে জড়িয়ে পড়ছেন খোদ সরকারি কর্মকর্তারাও। প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয়েছে রাজধানীতে। যা প্রতিনিয়তই ঘটছে। আরও বলা হয়েছে, গত মে মাসে সারা দেশে সংঘটিত হয়েছে ২ হাজার ৮০৯টি মারাত্মক অপরাধ। যা গত বছরের তুলনায় অন্তত সাড়ে ৫০০ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধ ঘটেছে রাজধানীতে। প্রায় ৬০০টি। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এসব অপরাধের অধিকাংশই রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। এসব অপরাধের মধ্যে রয়েছে খুন, ধর্ষণ, জমি দখল, চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ। সন্ত্রাসীদের এমন গুরুতর অপরাধের পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে খোদ সরকারি কর্মকর্তাদের মাঝেও। প্রতিবেদন অনুযায়ী, গত মাসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিযোগ জমা পড়েছে ৪৪টি। তা ছাড়া সবমিলিয়ে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ জমা হয়েছে দুই শতাধিক।