ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বাজারে ভালো শেয়ার এলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন

বললেন ডিবিএ সভাপতি
বাজারে ভালো শেয়ার এলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন

পুঁজিবাজারে সবসময় দুর্বল কোম্পানি তালিকাভুক্ত হলে ভালো ফল পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তিনি আরো বলেন, বাজারে ভালো শেয়ার এলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন। গতকাল সোমবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) ‘ফল উৎসব ২০২৫’-এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূইয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী। দেশি ফলের এ উৎসবকে সময়োপযোগী ও প্রাণবন্ত উদ্যোগ হিসেবে আখ্যায়িত করে সাইফুল ইসলাম বলেন, ‘ফল উৎসব যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি বাজারে ভালো শেয়ার এলে বিনিয়োগকারীরাও ভালো ফল পাবেন। তবে সব সময় যদি দুর্বল কোম্পানি বাজারে আসে, তাহলে কখনওই বাজার থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না।’ অনুষ্ঠানে আরও ছিলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন, ডিএসইর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, ডিবিএর সহসভাপতি সাইফুদ্দিন আহমেদ, সচিব দিদারুল গনি প্রমুখ। ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, গত ১৫ বছরে পুঁজিবাজারে যত অনিয়ম ঘটেছে, তা সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরেছেন সিএমজেএফ সদস্য সাংবাদিকরা। তারা সবসময়ই বাজারের মঙ্গল কামনা করেছেন। তিনি আরও বলেন, অনেকেই জানতে চান মার্কেট কবে ঘুরে দাঁড়াবে? আমি মনে করি, বাজার ঘুরে দাঁড়াবে সাংবাদিকদের ইতিবাচক লেখনির মাধ্যমেই। ডিবিএ সভাপতি বলেন, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। তবে বাজার ঘুরে দাঁড়ানোর জন্য বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাস সবচেয়ে জরুরি। সেই আস্থা ফিরিয়ে আনতে পারে দায়িত্বশীল সাংবাদিকতা। ইতিবাচক ও তথ্যভিত্তিক সংবাদই পারে বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত