ঢাকা শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

গ্যাস বিলে কর কমেছে

গ্যাস বিলে কর কমেছে

গ্রাহক পর্যায়ে গ্যাস বিলে কর কমানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা প্রজ্ঞাপনে গ্যাস বিল পরিশোধে আয়কর কর্তনের হার ২ শতাংশের পরিবর্তে ০.৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। গতকাল এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, আগামী ১ জুলাই থেকে গ্যাস বিতরণে নিযুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির গ্রাহক পর্যায়ে যেকোনো পরিমাণ গ্যাস বিল পরিশোধকালে বিলের বিপরীতে উৎসে আয়কর কর্তনের হার ২ শতাংশের পরিবর্তে ০.৬ শতাংশ হারে নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপন বলা হয়, ১ জুলাই থেকে গ্রাহক কর্তৃক গ্যাস বিল পরিশোধকালে গ্যাস বিল হতে ভ্যাট বাদ দিয়ে অবশিষ্ট অর্থের উপর ০.৬ শতাংশ হারে উৎস কর কর্তন করে সরকারি কোষাগারে জমা প্রদান পূর্বক অবশিষ্ট অর্থ কোম্পানির ব্যাংক হিসাবে জমা প্রদানের জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত