সরকার ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খুলতে ও বহাল রাখতে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করেছে। একই সঙ্গে ২০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার ক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেটে বলা হয়েছে, এ আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, দ্বৈত কর পরিহার চুক্তি প্রধান্য পাবে। ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত হিসাব খোলা ও বহাল রাখা এবং ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আয়কার রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে এ গেজেটের মাধ্যমে। এর মধ্যে রয়েছে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা। কোনো কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হতে হলে। আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ অথবা নবায়ন করতে। সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন করতে। সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে। সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আেইন ১৯৭৪-এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৮৭২-এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি অথবা নবায়ন করতে। ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি অথবা নবায়ন করতে।