জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের মধ্য থেকে ১৬ জন শহিদের পরিবারকে সম্মাননা স্মারক হিসেবে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। গতকাল শনিবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের মধ্য থেকে ১৬ জন শহিদের পরিবারকে সম্মাননা স্মারক হিসেবে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের মধ্য থেকে ১৬ জন শহিদের পরিবারকে সম্মাননা স্মারক হিসেবে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এছাড়া জুলাইয়ে আহত একজন যোদ্ধার হাতেও একই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে। প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ১৭ লাখ টাকা পেয়েছেন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন মনোনীত শহিদ পরিবারদের এ সম্মাননা দিয়েছে জ্বালানি বিভাগ।
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সম্মাননা জানানো হয়। জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় গতকাল শনিবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) মিলনায়তনে এটির আয়োজন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে জুলাই চেতনার প্রতি শ্রদ্ধা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছে জ্বালানি বিভাগ। অনুষ্ঠানে যোগ দিয়ে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, তার ছেলের বিদেশে চলে যাওয়ার কথা ছিল। সরকারি চাকরি করার কথা ছিল না। তবু সে আন্দোলনে গিয়েছিল বৈষম্য, দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। গত বছর ১৮ জুলাই ধানমন্ডি ২৭ নম্বরের কাছে তার ছেলেকে হত্যা করা হয়। বাবা কাছে সন্তানের লাশ সবচেয়ে ভারী।
আহত জুলাই যোদ্ধা হোসাইন আহমেদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী এলাকায় তার হাতে বন্দুক ঠেকিয়ে গুলি করে পুলিশ, এ কারণে তার হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। মৃত ভেবে তাকে গাড়িতে তোলা হয়। তারপর তার ভাইয়েরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার ডান হাতটি অস্ত্রোপচারে কেটে ফেলতে হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম বলেন, দুর্নীতি ও জুলাই আন্দোলন দুটি সম্পূর্ণ বিপরীতমুখী ব্যাপার। তাই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। আর নিজের দায়িত্ব সর্বতোভাবে পালন করাটাই দেশপ্রেম। দেশের উন্নয়নের অন্যতম মূল চালিকা শক্তি জ্বালানি। সততার সঙ্গে কাজ করলে ভবিষ্যৎ প্রজন্মও তা মনে রাখবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, জুলাই থেকে শেখার হলো নিজ নিজ দায়িত্ব ঠিকঠাক পালন করা। এগুলো ঠিকঠাক করা হলে মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় না, বৈষম্য তৈরি হয় না। শুধু রাজনীতিবিদ নয়, অন্যায় করলে সরকারি কর্মচারীরাও নিরাপদ নয়, এটা জুলাই দেখিয়ে দিয়েছে। সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে যেতে হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। তিনি বলেন, ৩৬ দিনের আন্দোলন দুর্নীতি ও অহংকারকে সরিয়ে দিয়েছে। তাই শপথ নিতে হবে; সত্য প্রকাশে অটল থাকব, দুর্নীতি থেকে দূরে থাকব, অহংকার থেকে দূরে থাকব। তিনি জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পেট্রোবাংলার ইমাম মো. আবদুল হাই। অনুষ্ঠানের সমাপ্তি হয় গাজি সানাউল্লাহ পরিচালিত এক বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে। অনুষ্ঠানে একজন জুলাই শহিদের পরিবার উপস্থিত হতে পারেনি। সম্মাননা গ্রহণ করেছেন ১৫ শহিদ পরিবার। এছাড়া আহত যোদ্ধা হিসেবে সম্মাননা গ্রহণ করেছেন হোসাইন আহমেদ। জ্বালানি বিভাগের বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।