
রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেল ক্রসিংয়ের সামনে রাস্তা পারাপারের সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল বুধবার সকালের দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছে ঢাকা রেলওয়ে থানা-পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৬০ বছর। এখনও তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ। তিনি বলেন, ‘গতকাল রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করি।