ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে বকেয়া বেতনের দাবিতে আব্দুল মোনেম লিমিটেডের সেন্টাল ওয়ার্কশপ শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ছয় মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জাঙ্গাল এলাকায় শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কের উভয়পার্শ্বে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আব্দুল মোনেম লিমিটেডের সেন্টাল ওয়ার্কশপে সিকিউরিটি গার্ডসহ শতাধিক শ্রমিক রয়েছে।

কর্তৃপক্ষ গত ৬ মাস ধরে বেতন দেই দিচ্ছি বলে তালবাহানা করে আসছে। এতে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে চলছে মানবতার জীবনযাপন। নিরূপায় হয়ে মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। এক সপ্তাহে মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে আবারও মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলন করা হবে।

আব্দুল মোনেম লিমিটেডের সেন্টাল ওয়ার্কশপের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত