ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মালয়েশিয়া বিমানবন্দরে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ

মালয়েশিয়া বিমানবন্দরে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দ

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ থেকে অনিবন্ধিত বাংলাদেশি ওষুধসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার তার লাগেজে ৮৫ হাজার রিঙ্গিত সমমূল্যের অনিবন্ধিত বাংলাদেশি ওষুধ জব্দসহ এক বাংলাদেশিকে আটক করা হয়। তবে আটক বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি। গতকাল শুক্রবার সান ডেইলির প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশি নাগরিকের চারটি স্যুটকেস স্ক্যান করার সময় কাস্টমস কর্মকর্তারা সন্দেহজনক অনিবন্ধিত ওষুধের ছবি সনাক্ত করেন। পরিদর্শনে ৩০টি ভিন্ন ধরনের ৬০ হাজার ইউনিটেরও বেশি ওষুধ পাওয়া গেছে, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত ছিল না। ধারণা করা হচ্ছে যে সরবরাহটি কালোবাজারে সন্দেহভাজন ব্যক্তির স্বদেশিদের কাছে বিক্রির জন্য আনা হয়েছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত