ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সারি সারি দাঁড়িয়ে আছে হাজারো ড্রাগন ফল গাছ

সারি সারি দাঁড়িয়ে আছে হাজারো ড্রাগন ফল গাছ

উঁচু-নিচু পাহাড়বেষ্টিত ড্রাগন বাগানের চারদিকে সবুজের সমারোহ। সারি সারি দাঁড়িয়ে আছে হাজারো ড্রাগন ফল গাছ। গাছে সবুজ পাতার মাঝে মাঝে উঁকি দিচ্ছে গোলাপি, লাল আর সবুজ ড্রাগন। ড্রাগন মানেই ভিন্ন আমেজের রঙিন রসালো ফল। পরিপাটি এই বাগানটি গড়ে তুলেছেন তিন বন্ধু- নজরুল ইসলাম নাসিদ, সৈয়দ আকরাম হোসেন মিশেল ও সাইদুল ইসলাম ইমন। চাকরির আশায় বসে না থেকে নিজেরাই গড়ে তুলেছেন আমিগো অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি। ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ অলিনগর উত্তরপাড়ায় ১০ শতক জমিতে ড্রাগন চাষ শুরু করেন। বর্তমানে বাগানে সারি সারি ড্রাগন গাছে ফল এসেছে। ছবিটি গতকাল তোলা * ফোকাস বাংলা

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত