ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আরও এক মৃত্যু নতুন রোগী ৪৩০

ডেঙ্গুতে আরও এক মৃত্যু নতুন রোগী ৪৩০

মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৩০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ২৮ হাজার ৬৩২ জন। যার মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ৮ শতাংশ নারী। অন্যদিকে চলতি বছর মোট মারা গেছেন ১১৫ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬৩ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪২ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) তিনজন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৫৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত