ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাগেরহাটের ৪টি আসনই বহাল রাখার দাবিতে মানববন্ধন

বাগেরহাটের ৪টি আসনই বহাল রাখার দাবিতে মানববন্ধন

বাগেরহাট জেলার সংসদীয় চারটি আসন রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট-৪ আসনের স্থানীয় বাসিন্দারা।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে সামনের সড়কে তারা বিক্ষোভ করেছেন। বাগেরহাটে ৩টি আসনে মানি না, মানবো না’ স্লোগানে স্লোগানে দেন স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, বাগেরহাট-৪ আসনটি মোড়েলগঞ্জ-শরনখোলা নিয়ে গঠিত। এই আসনে দুইটি উপজেলায় ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও ২টি উপজেলা রয়েছে। আয়তন প্রায় ৫৮৯ বর্গ কিলোমিটার। ২০২৩ সাল পর্যন্ত মোট ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ৩১৫ জন। অথচ বাগেরহাট চার আসনে থেকেও যশোর-৬ কেশবপুর ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে ভোটার সংখ্যা অনেক কম। যশোর-৬ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৯২৪ জন এবং আয়তন প্রায় ২৫৮ বর্গ কিলোমিটার। পিরোজপুর-৩ আসনে ভোটার ২ লাখ ২৩ হাজার ৪৪৯ জন এবং আয়তন প্রায় ৩৪৪ বর্গ কিলোমিটার। বাগেরহাট-৪ আসনের চেয়ে ভোটার কম ও আয়তনের তুলনায় কম।

তারা বলেন, বঙ্গোপসাগরের কোণঘেঁষা উপকূলবর্তী বাগেরহাট জেলার ঝুঁকিপূর্ণ এই আসনের জনগণ জোয়ার-ভাটার সঙ্গে মিল রেখে আজও নৌকাণ্ডট্রলারে যাতায়াত করতে হয়। প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের সুবিধার জন্য ‘সেলিমাবাদ’ নামে নতুন থানা স্থাপনের প্রস্তাব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতেরও অবস্থাও বেহাল। এমন পরিস্থিতিতে এই বাগেরহাট-৪ আসনের সঙ্গে বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলাকে যুক্ত করা হলে সাধারণ জনগণ উন্নয়ন বঞ্চিত হবে এবং দুঃখ-দুর্দশা কমবে না। বরং আগের তুলনায় আরও বাড়বে। সুতরাং আগের অবস্থা বহাল রেখে ৪টি সংসদীয় আসন রাখার দাবি জানান।

বাগেরহাট-৪ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ড. কাজী মনিরুজ্জামান মনির বলেন, আমি মনে করি, দীর্ঘ ১৬ বছর গণতন্ত্র ভোটাধিকার ও নির্বাচনের জন্য গুমণ্ডখুন-হামলা-মামলা, গ্রেপ্তার ও রিমান্ডের কারণে অনেকে বাড়ি ছাড়া, ব্যবসা ছাড়া। বঙ্গোপসাগর ও সুন্দরবন কোলঘেষা এলাকা হওয়ায় বন্যা, ঘূর্ণিঝড় কারণে বিপুল সংখ্যক জনগণ রাজধানীসহ অন্যত্র জায়গায় অস্থায়ীভাবে বসবাস করেন। সুন্দরবন দেখতে অনেক পর্যটক আসেন। কিন্তু এই আসনে উন্নয়নের জন্য সরকারের পর্যাপ্ত বরাদ্ধ আমরা পাই না। এরপর মোংলা পৌরসভা ও উপজেলা যুক্ত করা হলে উন্নয়নের অবস্থা কি হবে?

তিনি বলেন, পানি ও বাঘের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা বাগেরহাটের জনগণ আসন কমানোর মতামত কোনোভাবে মেনে নেবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত