ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সীমান্তে ১১ জনকে পুশইন করল বিএসএফ

সীমান্তে ১১ জনকে পুশইন করল বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ বাশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৫১/১-এস সংলগ্ন এলাকা দিয়ে বিএসএফ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠায়।

এ সময় বিজিবির টহল দল ঘটনাস্থল থেকে তাদের আটক করে। ৪২ বিজিবি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, আটকদের মধ্যে রয়েছেন দু’জন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু। তারা হলেন- মো. তবিবুর রহমান, তার স্ত্রী শামীমা খাতুন, সন্তান আয়ান শেখ, রেশমা খাতুন, সুমাইয়া খাতুন, লামিয়া খাতুন ও সামিয়া খাতুন। মো. আকতারুল ইসলাম, তার স্ত্রী আঁখি আক্তার, সন্তান তাজিম উদ্দিন ও আয়াত খাতুন। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বিভিন্ন গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা প্রায় ৫-৬ বছর আগে কাজের সন্ধানে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন। প্রায় ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেপ্তার করে সীমান্তে হস্তান্তর করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত