
নারায়গণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বেলাল হোসেন নামে এক টিস্যু ব্যবসায়ীকে হত্যা মামলায় একজনকে ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আরও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা দেন। রায় ঘোষণার সময় এক আসামি আদালতে উপস্থিত এবং বাকী দুই আসামি অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মো. সাহাবুদ্দিনের ছেলে মো. নাদির ওরফে নাছির (৩৫)। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মো. মানিক মিয়া (৪১) ও সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহন (২৫)। তাদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলো। নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যা মামলায় একজনকে ফাঁসি এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে একজন আদালতে উপস্থিত ছিলেন এবং বাকী দুইজন পলাতক ছিলেন।