ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাকসুর প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে অনশনে এক ভিপি প্রার্থী

জাকসুর প্রার্থীদের ডোপ টেস্টের দাবিতে অনশনে এক ভিপি প্রার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) করানোর দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন মো. রাব্বি হাসান নামে এক সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী।

গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের নিচতলায় তিনি অনশনে বসেন। এদিন সন্ধ্যাও অনশনরত ছিলেন তিনি। অনশনে বসা শিক্ষার্থী মো. রাব্বি হাসান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জাকসুর ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী।

অনশনের বিষয়ে রাব্বি হাসান বলেন, জাকসুর নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে, সেখানে উল্লেখ আছে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবেন না। কিন্তু ওই বিধিতে একটি ফাঁক রাখা হয়েছে। নির্বাচন কমিশন বলছে, কোনো প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ দেওয়া হলে তাদের ডোপ টেস্ট করানো হবে। জাকসুর খসড়া প্রার্থী তালিকায় ২৫৬ জনের নাম রয়েছে। এখন কীভাবে বুঝব কে মাদকাসক্ত আর কে মাদকাসক্ত না?

রাব্বি আরও বলেন, সব প্রার্থীকে তো আমরা চিনি না। অনেকে গোপনে মাদক সেবন করে থাকতে পারেন। সেক্ষেত্রে অভিযোগ না দিলে তার ডোপ টেস্ট করানো হবে না। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগেই সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করাতে হবে, এটাই আমার দাবি। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাব।

এ বিষয়ে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, অনশনে না বসে আমি ওই শিক্ষার্থীকে আহ্বান জানাব নির্বাচন কমিশন বরাবর আবেদন দিতে। সেটি আমরা পরবর্তী সভায় আলোচনা করব। আর আচরণবিধিতেই আছে কোনো প্রার্থীর বিরুদ্ধে মাদকাসক্তের তথ্য পেলে নির্বাচন কমিশন সেই প্রার্থীকে ডোপ টেস্ট করাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত