ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া ফিরছেন সুমনা

বিশ্বকাপ থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া ফিরছেন সুমনা

অস্ট্রেলিয়ার নিরাপদ ও নিশ্চিত জীবন ছেড়ে দেশের ক্রিকেটের টানে গত বছরের এপ্রিলে দেশে ফিরেছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে প্রায় ৬ বছর বিরতি দিয়ে জাতীয় দলের হয়ে দ্বিতীয় অধ্যায় শুরু করতেও তেমন সময় লাগেনি তার। নতুন এই অধ্যায়ে বল হাতে বেশ সফল অভিজ্ঞ অফ স্পিনার।

কিন্তু সব জায়গায় সেরা পারফরম্যান্স করেও সামনের বিশ্বকাপ দলে জায়গা পাননি সুমনা। তাই আবার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার কথা ভাবছেন তিনি। এরই মধ্যে একাধিক ক্লাবের আমন্ত্রণ পেয়েছেন ২৫ বছর বয়সী স্পিনার। ২০১৮ সালে প্রথম দফায় জাতীয় দলের হয়ে অভিষেক হয় সুমনার। সেবার দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার পর থেমে যায় তার ক্যারিয়ার। পরে তিনি চলে যান অস্ট্রেলিয়ায়। সেখানে নাম লেখান ক্লাব ক্রিকেটে। অস্ট্রেলিয়ার ক্রিকেটে নিজের জায়গাও পোক্ত করে ফেলেছিলেন তিনি। সিডনির গ্রেড ক্রিকেট পেরিয়ে খেলেছেন সেখানকার জাতীয় নারী ক্রিকেট লিগে। এর বাইরে এগিয়েছেন কোচিংয়েও। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেটার হিসেবে কোচিংয়ে ‘লেভেল টু’ সার্টিফিকেটও অর্জন করেছেন সুমনা। সেসব পেছনে রেখে বাংলাদেশের হয়ে নতুন শুরুর আশায় গত বছর ফেরেন দেশে। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর আবার শুরু হয় তার বাংলাদেশ জাতীয় দলের যাত্রা। যেটিতে এবার ধাক্কা লেগেছে বিশ্বকাপ দল ঘোষণার পর। অথচ এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের সেরা বোলার ছিলেন সুমনা। ৫ ম্যাচে ৯ উইকেট নেন তিনি।

ওভারপ্রতি খরচ ৪.৪৫ রান। থাইল্যান্ডের বিপক্ষে যাত্রা শুরুর ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে মাত্র ৭ রানে ৫ উইকেট নেন সুমনা। পরের তিন ম্যাচে তার শিকার আরও ৪ উইকেট। শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য ছিলেন এই অফস্পিনার। বিশ্বকাপ বাছাইয়ের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এর আগে দেশের ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগে শেলটেক ক্রিকেট একাডেমির ৮ ম্যাচে ২১ উইকেট নিয়ে তিনিই ছিলেন আসরের সেরা বোলার। এমনকি গত বছরের ডিসেম্বর লাল বলে হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সবশেষ আসরেও ৩ ইনিংসে ১৪ উইকেট নিয়ে সুমনা ছিলেন সবার ওপরে। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই বিশ্বকাপ বাছাইয়ের দলে সুযোগ পান সুমনা। কিন্তু সেখানে পারফর্ম করেও, বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। এমনকি বাদ পড়ার পর নির্বাচকদের কাছ থেকে কোনো ব্যাখ্যা বা সামনের দিনের বার্তাও পাননি সুমনা। তাই এখন আবার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার ভাবনাই কাজ করছে সুমনার।

জানা গেছে, পার্থ ও সিডনির ভিন্ন দুটি ক্লাব পেতে চায় সুমনাকে। কিন্তু এত দিন ধরে সিডনিতে খেলায় এখন ক্লাব বদলানোর সিদ্ধান্ত নিতে দোটানায় ভুগছেন তিনি।

কারণ সিডনির মতো পার্থের ক্লাবেও আছে তার কাছের বন্ধুরা। তবে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি সুমনা। আপাতত বিকেএসপিতে উইমেন’স চ্যালেঞ্জ লিগে ব্যস্ত এই অফ স্পিনার। সপ্তাহখানেক বিরতি দিয়ে সিলেটে বিশ্বকাপের ক্যাম্প করবেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার মনঃস্থির করলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশ ছাড়তে পারেন সুমনা। কারণ অক্টোবরের প্রথমভাগে শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট মৌসুম। আর দেশে শুধু বসে না থেকে শুরু থেকেই খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না সুমনা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত