ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচনে ছাত্রদল ছাত্রশিবিরের ফরম উত্তোলন

রাকসু নির্বাচনে ছাত্রদল ছাত্রশিবিরের ফরম উত্তোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিয়ে ফরম উত্তোলন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাকসু কার্যালয় থেকে স্ব স্ব দল থেকে নেতাকর্মীরা এসব মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

বৃহস্পতিবার বিকালে হল সংসদ ও সিনেটসহ বিভিন্ন পদে ২০টি পদে ফরম উত্তোলন করেছে রাবি শাখা ছাত্রদল। অন্যদিকে বৃহস্পতিবার পর্যন্ত রাকসু, হল সংসদ এবং সিনেটে সমর্থিত প্যানেল থেকে ২১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে বলে জানান শিবিরের প্রচার সম্পাদক।

শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন বলেন, ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে হচ্ছে আমরা এটাকে স্বাগতম জানাই। আজকে রাকসু সংসদ, হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে আমরা মনোনয়নপত্র উত্তোলন করেছি। আগামী রোববার আমরা বাকি পদগুলোও তুলব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, গত কয়েকদিনে রাকসু এবং হল সংসদে শিবির সমর্থিত প্যানেল থেকে ২১৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছে। আসন্ন রাকসু নির্বাচন, হল সংসদ নির্বাচনে শিবিরের ইনক্লুসিভ প্যানেল থাকবে, ইনশাআল্লাহ। খুব শিগগিরই আমরা প্যানেল অফিশিয়ালি প্রকাশ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত