ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

‘ডিপ্লোমা সন্ত্রাস’ ও সাইবার অপরাধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশলী অধিকার আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের বিএসসি শিক্ষার্থীদের ডিপ্লোমা শিক্ষার্থীরা জবাই করে হত্যা এবং নারী শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণের হুমকি দিচ্ছেন। আন্দোলনে যুক্ত নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংও করা হচ্ছে।

গতকাল শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে শাহবাগে জাদুঘরের সামনের রাস্তায় তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে প্রকৌশলী অধিকার আন্দোলনের জ্যেষ্ঠ সহসভাপতি শাকিল আহমেদ বলেন, ‘দীর্ঘ ছয় মাস রাজপথ অবরোধ না করে আমাদের তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে।’ তিন দফা দাবি স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি বাস্তবায়নে আন্দোলন কর্মসূচি পালন কর যাচ্ছি। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের হত্যার হুমকি আসছে। আমাদের বোনদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে; সাইবার বুলিং করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী বুশরা তাসনিম বলেন, ‘আমাদের বুটেক্সের শিক্ষার্থীদের জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের পাশেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তারা আমাদের সামনে দিয়ে মিছিল করে সরাসরি এ হুমকি দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত