
গাজায় ইসরায়েলের হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো একমত হতে পারছে না। গতকাল শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইইউর ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেন।
আলোচনায় ইসরায়েলি স্টার্টআপে ইইউর অর্থায়ন বন্ধ করার প্রস্তাব তোলা হলেও এখনও যথেষ্ট সমর্থন মেলেনি। ফলে কঠোর কোনো সিদ্ধান্তও নেওয়া যায়নি।
স্পেন ও আয়ারল্যান্ড চাইছে ইসরায়েলের ওপর কড়া চাপ দিতে। অন্যদিকে জার্মানি ও হাঙ্গেরি ইসরায়েলবিরোধী কোনো পদক্ষেপে রাজি নয়। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ অনেক দেরিতে খুব সামান্য কাজ করছে। কিছু না করলে কোনো ফল আসবে না।
ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি। ইসরায়েলকে পথ বদলাতে হবে। শুধু কথায় হবে না, নিষেধাজ্ঞায় যেতে হবে।
তবে ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, আজ কোনো সিদ্ধান্ত হবে না। এতে বোঝা যাচ্ছে আমরা বিভক্ত।
এরই মধ্যে গাজায় দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘের সহযোগী সংস্থা আইপিসি জানিয়েছে। কিন্তু ইসরায়েল বিষয়টি অস্বীকার করেছে।