ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি

স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট।

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, ঐক্যজোটের মহাসচিব মো. সামসুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, ঢাকা সরকারি আলিয়া মাদরাসার ছাত্র নেতা মো. ওমর ফারুক প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৮ জানুয়ারি আন্দোলনের একপর্যায়ে সরকার শিক্ষকদের আশ্বস্ত করে বলেছে, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ করা হবে। মাদ্রাসা ও কারিগরি বিভাগ অনুদানভুক্ত ১৫১৯টি মাদরাসা এমপিওভুক্ত করার জন্য প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে এমপিওর আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানগুলোর প্রধান অনলাইনে আবেদন করেন এবং মন্ত্রণালয় কর্তৃক যাচাই-বাছাই চূড়ান্ত করা হয়। কিন্তু দুঃখের বিষয়, এখনো কোনো তালিকা প্রকাশ না করায় শিক্ষকরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তাই সরকারের কাছে বলতে চাই, অনতিবিলম্বে আমাদের দাবিদাওয়া মেনে নেওয়া না হলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত