ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় ইউএনওর মতবিনিময়

দেবহাটায় ইউএনওর মতবিনিময়

সাতক্ষীরার দেবহাটায় ভবিষ্যৎ সম্ভাবনাময় শিক্ষার্থীদের সঙ্গে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ মতবিনিময় করেছেন। গতকাল দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল মিলনায়তনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ও বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম বাদল, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, হাদীপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বারসহ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সুপারগন।

উপজেলার শতাধিক শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও কেএম আবু নওশাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে বলেন, নিজের আত্ম প্রত্যয়, মনোবল ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে। পড়াশোনার প্রতি নিজেকে বিলিয়ে দিয়ে একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত